করোনায় বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে প্রায় ৩৮শ’ মানুষের

|

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে প্রাণ গেছে প্রায় ৩৮শ’ মানুষের। গেল এক মাসে দিনের হিসেবে এটি সর্বনিম্ন সংখ্যা। এ নিয়ে ছোঁয়াচে কোভিড নাইনটিনে মোট প্রাণহানি এখন দু’লাখ সাত হাজারের কাছাকাছি। আক্রান্ত প্রায় ৩০ লাখ।

মাত্র একদিনের ব্যবধানে প্রাণহানি প্রায় অর্ধেকে নেমে এলেও, খুব একটা কমেনি নতুন সংক্রমণের সংখ্যা। রোববারও শনাক্ত হয়েছেন, প্রায় ৭৫ হাজার নতুন রোগী।

কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় এদিনও, সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ দেখেছে যুক্তরাষ্ট্র। মারা গেছেন ১১শ’র বেশি মানুষ, নতুন আক্রান্ত ২৬ হাজার। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৫৫ হাজার। আক্রান্ত ১০ লাখের কাছাকাছি।

পঞ্চম দেশ হিসেবে মৃতের সংখ্যা প্রায় ২১ হাজার যুক্তরাজ্যে। যদিও দিনের হিসেবে মৃত্যু-সংক্রমণ কমেছে এ দেশটিতেও।

পরিস্থিতির উন্নতি হয়েছে ইতালি-স্পেন-ফ্রান্স-জার্মানি-বেলজিয়ামেও। যদিও মহামারিরর চার মাসে করোনায় এখন পর্যন্ত এক লাখ ২২ হাজার মৃত্যু দেখেছে ইউরোপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply