করোনা জয় করে সোমবার কাজে ফিরছেন বরিস জনসন

|

করোনা জয় করে দীর্ঘ তিন সপ্তাহের অধিক সময় পর কাজে ফিরছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার থেকে তিনি অফিস করবেন বলে তার সহকারীর বরাতে জানিয়েছে বিবিসি।

জানা গেছে, করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পর ডাউনিং স্ট্রিটে পুরো দমে অফিস করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এতদিন, তার অনুপস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব সামাল দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

করোনা আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক সপ্তাহ কাটিয়েছিলেন হাসপাতালে বেডে। এর মধ্যে, ইনটেনসিভ কেয়ার ইউনিটেও (আইসিইউ) যেতে হয়েছিল তাকে। শ্বাস-প্রশ্বাসের সমস্যায় তাকে নিয়মিত অক্সিজেনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। ১২ এপ্রিল বরিসকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply