বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়ালো ২ লাখ

|

ছবি: প্রতিকী

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়ালো ২ লাখ। এছাড়া আক্রান্তের সংখ্যা ২৯ লাখের বেশি। নতুনভাবে সংক্রমিত লাখের কাছাকাছি। একদিনে প্রাণ গেছে ৬ হাজারের বেশি মানুষের।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২৯ লাখ ২০ হাজার ৭৩৮ জন। তাদের মধ্যে বর্তমানে ১৮ লাখ ২২ হাজার ৬০২ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ২০২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৮ লাখ ৩৬ হাজার ৬৭৯ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও ২ হাজার ৬৫ জনের প্রাণ গেছে। দেশটিতে মোট মৃত্যু ৫৪ হাজারের অধিক। নতুনভাবে সাড়ে ৩৫ হাজার সংক্রমিত, মোট আক্রান্ত ৯ লাখ ৬০ হাজারের বেশি।

বিশ্বের পঞ্চম দেশ হিসেবে করোনাভাইরাসে ব্রিটেনে প্রাণহানি ২০ হাজারের কোঠা ছাড়ালো। একদিনেই মারা গেছেন আরও ৮১৩ জন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজারের বেশি। নতুনভাবে সংক্রমিত ৫ হাজারের মতো।

স্পেনে মৃতের সংখ্যা প্রায় ২৩ হাজার। দু’লাখ ২৩ হাজারের বেশি আক্রান্ত। নতুন সংক্রমিত প্রায় ৪ হাজার।একদিনে প্রাণহানি ৩৭৮।

ইতালিতে একদিনে মারা গেলেন ৪১৫ জন; মোট প্রাণহানি ২৬ হাজারের বেশি। আক্রান্ত ১ লাখ ৯৫ হাজারের বেশি। নতুনভাবে আরও আড়াই হাজারের মতো শনাক্ত।

ফ্রান্সে মোট মৃতের সংখ্যা ২২ হাজারের বেশি। একদিনে ৩৮৯ জনের মৃত্যু হলো। নতুনভাবে সংক্রমিত দেড় হাজারের বেশি। মোট আক্রান্ত ১ লাখ ৬০ হাজারের কাছাকাছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply