পটুয়াখালীর বাউফলে করোনা রোগীদের স্থানান্তরের জন্য বিক্ষোভ

|

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে একটি কলেজে প্রাতিষ্ঠানিক আইসোলেসনে থাকা নারায়নগঞ্জ থেকে ফেরা করোনায় আক্রান্ত ৫ রোগীকে স্থানান্তরের দাবিতে বিক্ষোভ করছে এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলার কালাইয়া বন্দরে কলেজ সড়ক ও স্থানীয় এমপির বাড়ির সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। ওই সময় রাস্তায় গাছের গুড়ি ফেলে রেখে জরুরী পন্যবাহী গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উত্তেজিত জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

পুলিশ জানায়, গত ২১ এপ্রিল নারায়নগঞ্জ থেকে একটি পরিবার এ্যাম্বুলেন্সে করে কালাইয়া ইউনিয়নে আসেন। ওই এ্যাম্বুলেন্সের যাত্রিদের আটক করে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের একটি কক্ষে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়। পরে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হওয়ায় তাদেরকে ওই কলেজেই প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু করে স্বাস্থ্য বিভাগ। বিষয়টি জানার পর এলাকাবাসী তাদের স্থানান্তরের দাবিতে বিক্ষোভ করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply