উপসর্গ নিয়ে মারা যাওয়া রাজবাড়ীর সেই হকার করোনা পজেটিভ

|

রাজবাড়ী প্রতিনিধি:

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকায় মারা যাওয়া রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার হকার করোনা আক্রান্ত ছিলো বলে রিপোর্ট এসেছে। শুক্রবার নমুনা সংগ্রহের পরীক্ষার রিপোর্ট এলে এ তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ কার্যালয়।

জানাগেছে, ওই ব্যক্তি নারায়ণগঞ্জের একটি ভাড়া বাসায় থেকে হকারী করতেন। ঠান্ডা, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তার মরদেহ রাজবাড়ী নিয়ে আসা হয়।

পরে গত বুধবার বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় স্বাস্থ্য বিভাগ। শুক্রবার তার রিপোর্ট আসার পর জানা যায় সে করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা: মো: নুরুল ইসলাম জানান, ঢাকা মেডিকেলে মারা যাওয়া মোসলেম উদ্দিনের মরদেহ রাজবাড়ীতে আসার পর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় এবং করোনা আক্রান্তের নিয়ম মেনে তাকে দাফন করা হয়। শুক্রবার সন্ধ্যায় ওই ব্যক্তির রিপোর্ট এলে জানা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply