করোনা থেকে বাঁচতে আর্জেন্টিনায় কারাবন্দীদের বিক্ষোভ

|

করোনাভাইরাস বিস্তারের আশঙ্কায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসের জেলে সহিংস বিক্ষোভ করেছেন, কারাবন্দিরা। কারাগার নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার দাবি তাদের।

দাঙ্গার সূত্রপাত হয় শহরটির ভিয়া দেভোতো কারাগারে। সেখানে অনেক বন্দি কারাগারের ছাদে অবস্থান নেয়। কারো কারো কাছে, হাতে বানানো অস্ত্রও দেখা গেছে।

বন্দিদের অভিযোগ, জেলেই তাদের মেরে ফেলার মতো পরিস্থিতি তৈরি করেছে কর্তৃপক্ষ। জেলে রাখার পরিবর্তে প্রয়োজনে গৃহবন্দি রাখার দাবি তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করার পথ খুঁজছে কারাগার কর্তৃপক্ষ। লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন, সাড়ে তিন হাজারের বেশি মানুষ। বিস্তার রোধে মার্চে লকডাউন ঘোষণার সময় থেকেই উদ্বেগ রয়েছে কারাবন্দিদের নিরাপত্তা নিয়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply