রাজধানীর ভাটারায় বিপুল পরিমান ব্যবহৃত পিপিই, মাস্ক, গ্লাভস জব্দ

|

রাজধানীর ভাটারা থেকে ব্যবহৃত বিপুল পরিমান পিপিই, মাস্ক, গ্লাভস জব্দ করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ব্যবহৃত এসব সুরক্ষা সামগ্রী পরিষ্কার করে পুনরায় বিক্রি করতো একটি সংঘবদ্ধ চক্র। যা জনস্বাস্থ্যের অত্যন্ত ঝুঁকিপূর্ন।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, মূলত বিভিন্ন হাসপাতাল থেকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ফেলে দেয়া পিপিই ও মাস্ক সংগ্রহ করতো এই চক্র। পরে সেসব ভাটারার একটি গুদামে এনে জমা করে পুনরায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো। এসব সুরক্ষা সামগ্রী পরবর্তীতে মিটফোর্ডে বিক্রি করা হতো বলে জানান র‍্যাব ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন, যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। রাতে চলা এই অভিযানের এসময়, জড়িত থাকার ঘটনায় চক্রের একজনকে আটক করে ২ বছরের কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply