যশোরে বিষাক্ত মদপানে দু’দিনে ৮ জনের মৃত্যু

|

যশোরে গত দু’দিনে ৮ জন মদসেবীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। তারা অতিরিক্ত দেশি অথবা চোলাই মদ পানে মারা গেছেন বলে জানা গেছে। বিষাক্ত মদ পানে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহতদের মধ্যে যশোর সদর উপজেলা এলাকায় ৫ জন, মনিরামপুরে ২ জন এবং ১ জন ঝিকরগাছা উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোরের আড়াইশো শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিকরগাছা উপজেলার কাটাখালি গ্রামের সাহেব আলী (৬০) নামে এক ব্যক্তি।

শুক্রবার দুপুরে শহরের বেজপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে নান্টু নামে (৩৫) আরেক মাদকসেবীর লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার বিকেলে মনিরামপুরে মোহনপুর গ্রামের প্রফেসর আব্দুর রাজ্জাকের ছেলে মোমিন (৪২) বিষাক্ত স্পিরিট পানে মারা যান। এর আগে বৃহস্পতিবার রাতে মুক্তার আলী (৪৫) আরও এক ব্যক্তি মারা যান। তিনি মোহনপুরের আবুল কাশেমের ছেলে।

বৃহস্পতিবার রাতে মারা যান সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলার আবু বক্করের ছেলে আক্তারুজ্জামান (৪৫), শহরের ঘোপ নওয়াপাড়া রোড়ের সাবুর (৪৬) নামে এক যুবক। এর আগে একই এলাকার শরিফউদ্দিন ওরফে মনিবাবু (৩৯) ঝুমঝুমপুর মান্দারতলার ফজলুর রহমান চুক্কি (৫০) বিষাক্ত মদপানে মারা যান বলে পুলিশ জানিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply