এবার মানবদেহে করোনার প্রতিষেধক পরীক্ষা করবে ব্রিটেন

|

এবার মানবদেহে প্রাণঘাতি করোনাভাইরাসের প্রতিষেধক পরীক্ষা শুরু করতে চলেছে ব্রিটেন। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে শুরু হবে এই পরীক্ষা।

অক্সফোর্ডের গবেষকরা জানান, প্রাথমিকভাবে কয়েক ধাপে শতাধিক ব্যক্তির ওপর চালানো হবে এই পরীক্ষা। বেশ কিছুদিন ধরেই ভাইরাসটির ভ্যাক্সিন আবিষ্কারের চেষ্টা চালানে হচ্ছে, বেশ অগ্রগতিও হয়েছে। তবে এটি সবার কাছে পৌঁছাতে সময় লাগবে এক থেকে দেড় বছর। এছাড়া দ্রুত সময়ের মধ্যে কিভাবে করোনা মহামারি নিয়ন্ত্রণ করা যায় চলছে সেই চেষ্টাও।

এর আগে ভ্যাকসিন পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র ও চীন। তবে এখনও এর ফলাফল পাওয়া যায়নি। এদিকে, মানবদেহে ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন দিয়েছে জার্মানি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply