পোষা বিড়ালের শরীরে করোনা শনাক্ত

|

পোষা বিড়ালে পাওয়া গেলো ছোঁয়াচে কোভিড নাইনটিন বা করোনাভাইরাস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পৃথক এলাকায় দু’টো পোষা বিড়ালে শনাক্ত হয়েছে ভাইরাসটি। একটির মালিক পরে করোনা পজিটিভ শনাক্ত হন।

কিন্তু অপর বিড়ালটি যে বাড়িতে থাকতো সে বাড়ির কোনো মানুষ করোনায় আক্রান্ত নন। এমনকি একই বাড়িতে থাকা আরেকটি বিড়ালের দেহেও করোনার উপস্থিতি নেই। এ অবস্থায় বিড়াল দু’টি কিভাবে করোনায় আক্রান্ত হলো তা নিয়ে চলছে গবেষণা।

জানা গেছে, শ্বাসপ্রশ্বাসের সমস্যার কারণে তাদের পশুচিকিৎসকের কাছে নেয়া হলে করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। এর আগে চলতি মাসেই নিউইয়র্কের ব্রংক্স চিড়িয়াখানাতে একটি বাঘের শরীরে শনাক্ত হয় করোনা সংক্রমন। এরপর দু’সপ্তাহে আক্রান্ত হয়েছে চিড়িয়াখানাটির আরও সাতটি বাঘ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply