সরকারি ছুটি ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

|

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে দেশের সকল সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।

এর আগে করোনা সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর তা ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তৃতীয় দফা তা ১৪ এপ্রিল পর্যন্ত ও এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে খুলে দেয়া হবে। একইসাথে সড়ক ও নৌ-পথে পণ্য পরিবহণকারী সকল যানবাহনও চালু থাকবে বলে জানায়।

একইসাথে এ সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply