মোবাইল ব্যাংকিং-এ বেতন তুলতে শ্রমিকদের খরচ হাজারে ৪ টাকা

|

সরকারি প্রণোদনায় রফতানি খাতের শ্রমিকদের মোবাইল ব্যাংকিংয়ে মজুরি প্রদানের ক্ষেত্রে ক্যাশ আউটে হাজারে ১৮ টাকার বদলে কাটতে হবে ৮ টাকা। আজ বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে সরকারি প্রণোদনায় শ্রমিকদের মোবাইল ব্যাংকিংয়ে মজুরি প্রদানের ক্ষেত্রে ক্যাশ আউটে হাজারে ১৮ টাকার বদলে কাটতে হবে ৮ টাকা। সংশ্লিষ্ট ব্যাংক তাদের কমিশন থেকে ৪ টাকা ও আর সংশ্লিষ্ট শ্রমিকরা দেবেন বাকি ৪ টাকা।

এতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতনের অর্থ সংগ্রহে শ্রমিকের সেবা খরচ বেশ কমলো।

শ্রমিক কর্মচারিদের বেতন ভাতা পরিশোধে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করে সরকার। এর শর্ত অনুসারে ব্যাংকিং সেবা বিশেষ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন-ভাতা পরিশোধের শর্ত জুড়ে দেওয়া হয়।

ক্যাশ আউটের ক্ষেত্রে সেবা মাশুল কমিয়ে আনার বিষয়টি সরকার বিবেচনায় নিয়ে আসে। পর্যলোচনা করে এই সেবা মাশুল কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ ব্যাংক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply