তেজগাঁও পর্যন্ত বিস্তৃত করা হয়েছে কারওয়ান বাজারের সবজি দোকান

|

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কারওয়ান বাজারের সবজির খুচরা দোকানগুলো, ফার্মগেট তেজগাঁও রেলগেট এলাকা পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।

তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ২৮টি কাঁচাবাজারের সবগুলো এখনও স্থানান্তর হয়নি। ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে সরকারি নিয়মে ক্রয়-বিক্রয়ে সামাজিক দূরত্ব না মানার দৃশ্য দেখা গিয়েছে। নির্দেশনা উপেক্ষা করে বাজারে পণ্য বিক্রয় এবং জনসমাগম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মানুষ।

অবশ্য দু’দিনের মধ্যে সব কাঁচাবাজার সরানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক আদেশে করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন জায়গায় বসা হাট-বাজার স্থানান্তরের নির্দেশ দেয় সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply