বেশিরভাগ দেশে করোনা মহামারি কেবল শুরু হয়েছে: ডব্লিওএইচও মহাপরিচালক

|

বিশ্বের বেশিরভাগ দেশে করোনা মহামারি কেবল শুরু হয়েছে। তাই ভাইরাস নির্মূলে যেতে হবে আরও অনেকটা পথ। ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও সাড়ে ছয় হাজার প্রাণহানির পর, বুধবার একথা বললেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম।

এ নিয়ে প্রাণঘাতী কোভিড নাইনটিনে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৮৪ হাজার। আক্রান্ত প্রায় সাড়ে ২৬ লাখ। দু’সপ্তাহের ধারাবাহিকতায় এদিনও সর্বোচ্চ প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র; নতুন করে মারা গেছেন ২৩শ’র বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৮ হাজারের কাছাকাছি। আক্রান্ত সাড়ে আট লাখ।

যুক্তরাজ্যে মারা গেছেন ৮শ’ মানুষ। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজারের বেশি মানুষের। ইতালি-স্পেন-ফ্রান্সে এ সংখ্যা ৬৮ হাজার। দিনের হিসেবে মৃত্যু কমেছে ইউরোপের প্রায় সব দেশে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, “একেক অঞ্চলে কোভিড নাইনটিনের বিস্তারের প্রবণতা একেকরকম। ইউরোপের পশ্চিমাঞ্চলে মহামারির প্রকোপ কমলেও পূর্বাঞ্চল, আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকার পরিস্থিতি খারাপ হচ্ছে। বেশিরভাগ দেশেই মহামারি প্রাথমিক পর্যায়ে। অর্থাৎ আরও অনেকটা সময় এই ভাইরাস মোকাবেলা করতে হবে আমাদের। এমন সময়ে জাতীয় নিরাপত্তার স্বার্থে হলেও উন্নত দেশগুলোর বাকি বিশ্বের সহায়তায় এগিয়ে আসা উচিত।”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply