ঢাকা মহানগরীতে করোনা আক্রান্ত ১ হাজার ৪৭০ জন

|

দেশে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকায়। আইইডিসিআর’র তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত ১ হাজার ৪৭০ জন।

এরমধ্যে পুরান ঢাকা, রাজারবাগ ও মোহাম্মদপুরে সংক্রমণ বেশি। পুরান ঢাকার রাজারবাগে ৭০, মোহাম্মদপুরে ৪৪, যাত্রাবাড়িতে ৩৭ ও লালবাগে ৩৯ জন রোগী শনাক্ত হয়েছেন। বংশালে-৩৪, চকবাজারে-৩২ জনসহপুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই করোনা রোগী শনাক্ত। মিরপুরের টোলারবাগে ১৯, মিরপুর-১এ-১৩ জন, মিরপুর-১১তে-১৬, ১২তে-১২, মিরপুর-১৪তে-২১ জন করোনাভাইরাস শনাক্ত। এছাড়া, শাহবাগে-১৬, শান্তিনগরে-১২, তেজগাঁওয়ে-২৪, বাসাবো-১৯, গ্রিনরোডে-১১, গুলশানে-১৯, ধানমন্ডিতে-২৬, ও উত্তরায়-২৫ জন শনাক্তের কথা জানিয়েছে আইইডিসিআর। এছাড়াও করোনা সতর্কতায় অনেক এলাকা ও ভবন লকডাউন করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply