চট্টগ্রামে সুস্থ হয়েছেন ৫ করোনা রোগী

|

চট্টগ্রামে সুস্থ হয়েছে বাড়ি ফিরে গেছেন করোনা আক্রান্ত ৫ রোগী। তারা সবাই চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছিলেন।

দ্বিতীয় বারের মতো নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসায়, দুপুরে হাসপাতাল থেকে তাদের ডিসচার্জ করা হয়। হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব জানান, ৫ জনের মধ্যে ৪ জন পরুষ এবং ১ জন নারী। তাদের সবাই এখন পুরোপুরি সুস্থ আছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে আরও ২৩ জন করোনা রোগী। তারাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে আব্দুর রব বলেন, রোগীদের সবচেয়ে বড় অভিযোগ ছিল, তেমন সমস্যা না থাকলেও তাদের কেন হাসপাতালে আটকে রাখা হয়েছে। স্ট্যাটাসে তিনি জানান, আমরা তাদের কাউন্সিলিং করেছি, যেন তারা তাড়াতাড়ি সরে উঠেন। পরে রোগীরা তা বুঝেছে যে চিকিৎসকরা তাদের সহযোগিতা করছে। চট্টগ্রামে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ জন। এরমধ্যে মারা গেছেন ৫ জন। ৭ জন চিকিৎসা নিচ্ছেন করোনা চিকিৎসায় আরেক বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply