আইপিএলের সেরা বোলার মালিঙ্গা

|

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত এক যুগের সেরা বোলার লাসিথ মালিঙ্গা।
আইপিএল সেরা বোলারদের নিয়ে ১০ জনের একটা তালিকা করা হয়। সেই তালিকা থেকে শ্রীলঙ্কান পেসার মালঙ্গাকেই সেরা হিসেবে বেছে সেস কেভিন পিটারসেন, ম্যাথু হেডেন, গ্রেম স্মিথ, সাইমন ডুল, ডিন জোন্স, ইয়ান বিশপের মতো সাবেক তারকা ক্রিকেটাররা।

মালিঙ্গাকে বেছে নেয়ার কারণ প্রসঙ্গে ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান কেভিন পিটারসেন বলেন, মালিঙ্গাকেই আমি সেরা বলব কারণ সে ধারাবাহিক ইয়র্কার দিতে পারে। তাছাড়া মালিঙ্গার নামের পাশে উইকেটের সংখ্যাও বেশি।

তিনি আরও বলেন, মালিঙ্গার কাছাকাছি থাকবে হয়তো ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন। কিন্তু সে শুধু স্পিন সহায়ক পিচে সাহায্য পায়। তাছাড়া সন্দেহভাজন বোলিং অ্যাকশনের জন্য অতীতে ওকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এসব দিক বিবেচনা করে আমার মালিঙ্গাকেই সেরা হিসেবে বেছে নিয়েছি।

সুনীল নারিন, ভুবনেশ্বর কুমার ও জশপ্রিত বুমরার মধ্য থেকে মালিঙ্গাকে সেরা বাছাই করার কারণ হলো আইপিএলের ১২ আসরে এ পর্যন্ত ১২২টি ম্যাচ খেলে মালিঙ্গা শিকার করেছেন সর্বোচ্চ ১৭০টি উইকেট। তাছাড়া মালিঙ্গা বল হাতে দলকে বহু ম্যাচ জিতিয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply