গাজীপুরে ২৪ ঘণ্টায় ১০৮ করোনা রোগী শনাক্ত

|

গাজীপুরের হাট-বাজার ও শিল্প কারখানাগুলোতে মানা হচ্ছেনা সামাজিক দূরত্বের নির্দেশনা। ফলে, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গাজীপুরে মোট করোনা রোগী শনাক্ত সংখ্যা ২৬৯ জন।

এদিকে সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে,সামাজিক দূরত্ব বজায় না রেখে গাজীপুরের বিভিন্ন এলাকায় চলছে ভবন নির্মাণের কাজ।
সারাবিশ্বে করোনাভাইরাস আতঙ্কের এই সময়ে কারখানা শ্রমিকদের নিরাপত্তা না দিয়ে, তাদেরকে বেশি টাকার লোভ দেখিয়ে করা হচ্ছে ভবন নির্মাণ কাজ।

নতুন করে ১০৮ জনের মধ্যে একজন সহকারী কমিশনার (ভূমি)ও রয়েছেন। রয়েছে স্বাস্থ্য বিভাগের ৫৮ কর্মী ও পুলিশ বিভাগের ৮ জন সদস্য। জেলায় প্রবাস ফেরত ৪৩ জনসহ ৯৯৪ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply