বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া

|

বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে লেখা চিঠিতে এমন চাহিদার কথা জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হোসাইন। চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি রপ্তানিতে বিধিনিষেধ প্রত্যাহারে ঢাকার প্রতি অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুর।

পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছেন, চিঠিতে মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মন্ত্রী মোমেনকে আশ্বস্ত করে বলেন, করোনায় উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সেদেশে থাকা বিশাল সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে সার্বিক সহযোগিতা করছে। এ বিষয়ে সরকার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি বাংলাদেশে আটকে পড়া মালয়েশিয়ার নাগরিকদের ফেরানোর ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেন তথা বাংলাদেশকে ধন্যবাদ জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply