ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন ব্যর্থ- স্বাস্থ্যমন্ত্রী, অনেক আক্রান্তের শঙ্কা

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের সপ্তম সপ্তাহ পার করছি। এ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গতকাল লক্ষ্য করেছি ব্রাহ্মণবাড়িয়ায় একটি জানাজা অনুষ্ঠিত হয়। যেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। এই সময়ে এ ধরনের জমায়েত ক্ষতিকর। আশঙ্কা করছি অনেক লোক আক্রান্ত হয়েছেন। প্রশাসন তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। এমন দায়িত্বজ্ঞানহীন কাজ মানায় না।

আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মতি ব্রিফিংয়ে এমন কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী আরও বলেন, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৪ জনের টেস্ট করানো হয়েছেন। এর মধ্যে ৩১২ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আর মারা গেছেন ৭ জন। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫৬ জন। আর মোট মারা গেছেন ৯১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৯ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply