ইউরোপে দর্শক-আসনে পুতুল বসিয়ে ফুটবল ম্যাচ!

|

মহামারী করোনাভাইরাসের কারণে স্তব্ধ পুরো বিশ্ব। চীনের উহানে এই ভাইরাসের উৎপত্তি হলেও আপাতত করোনার হটস্পটে পরিণত হয়েছে ইউরোপ। করোনার জেরে আপাতত বন্ধ সব ধরনের খেলাধুলো। তবে এখনও ফুটবল লিগ চলছে ইউরোপেরই বেলারুশে।

গত সপ্তাহেই ডায়নামো ব্রেস্ত ও মিন্সকে এফসি ম্যাচে স্টেডিয়ামে হাজির ছিল কমপক্ষে হাজার দর্শক। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

লিগের খেলা বন্ধ হচ্ছে না তা স্পষ্ট করলেও স্টেডিয়ামকে দর্শকশূন্য রাখতে অভিনব পদ্ধতি এনেছে ইউরোপের এই স্টেডিয়াম। দর্শকআসনে রাখা হয়েছে দর্শকদের মুখের ছবি দেওয়া ম্যানিকুইন পুতুল। কর্তৃপক্ষের দাবি, ‘বাস্তবের অনুভূতি দিতেই এই প্রচেষ্টা।’

বেলারুশের ফুটবল কর্তাদের মতে, গ্যালারি ভর্তি দর্শক ফুটবলারদের খেলতে ‘অনুপ্রেরণা’ জোগায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply