সিঙ্গাপুরে গত ৭ দিনে করোনা আক্রান্ত ১৫৮৩ জন প্রবাসী বাংলাদেশি

|

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে মোট আক্রান্তের ৪০ ভাগই বাংলাদেশি।

এর মধ্যে, গেলো ৭ দিনেই নতুন করে সংক্রমণ ধরা পড়েছে প্রায় ১৬শ’। সেখানকার, শ্রমিকদের আবাসস্থলগুলোকে বলা হচ্ছে সংক্রমণের মূলকেন্দ্র।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাই-কমিশনার জানিয়েছেন, সংখ্যা বেশি হলেও সংক্রমিত বাংলাদেশিদের অবস্থা গুরুতর নয়। প্রবাসী শ্রমিকদের বসবাসের এসব ভবন ডরমেটরি হিসেবে পরিচিত সিঙ্গাপুরে। ছোট দ্বীপদেশটিতে কর্মরত প্রবাসীদের বেশিরভাগেরই বাস এসব ভবনে। থাকেন ভাগ্য বদলের আশায় লক্ষাধিক বাংলাদেশি।

পংগল এলাকায় অবস্থিত এমনই দুটি ডরমেটরি, এখন সিঙ্গাপুরের করোনা সংক্রমণের হটস্পট। গেল এক সপ্তাহে প্রবাসী শ্রমিকদের এ আবাসস্থলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ৭ দিনে কেবল বাংলাদেশি শ্রমিক আক্রান্ত হয়েছেন, ১৫৮৩ জন। পুরো সিঙ্গাপুরে যতো আক্রান্ত তার ৪০ ভাগই বাংলাদেশি। এ অবস্থায় আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে।

ঠিক গাদাগাদি করে না হলেও এক রুমে থাকেন বেশ কয়েকজন শ্রমিক। যে কারণে, একজনের কাছ থেকে অন্যজন আক্রান্ত হচ্ছেন সহজেই।

ভাইরাসের বিস্তার ঠেকাতে, ডরমেটরিগুলো লকডাউন করেছে সিঙ্গাপুর সরকার। গণহারে চলছে নমুনা পরীক্ষা। ডরমেটরিতেই নিয়ম করে সরবরার করা হচ্ছে খাবারসহ জরুরি পণ্য। শ্রমিকদের সাথে নিয়মিত যোগাযোগ আছে বলে দাবি বাংলাদেশি হাইকমিশনের।

হাই-কমিশনার জানান, দুই হাজারের বেশি বাংলাদেশি আক্রান্ত হলেও গুরুতর অবস্থায় নেই কেউ।

ফেব্রুয়ারির মাঝামাঝি প্রথম করোনা শনাক্ত হয় সিঙ্গাপুরে। পাঁচ হাজারের বেশি আক্রান্ত হলেও, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মাত্র ১১ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply