লকডাউন উপেক্ষা করে ষাঁড়ের শেষকৃত্যে শত মানুষের ঢল

|

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার। করোনাভাইরাসের আতঙ্কে এমনও দেখা গেছে পরিবারের কেউ মারা গেলে স্বজনরা লাশও নিতে চায়নি। কিন্তু ভারতের তামিলনাড়ুতে ঘটেছে উল্টো এক ঘটনা। লকডাউনের মাঝেই ষাঁড়ের মৃত্যুর পর তার শেষকৃত্যে শত মানুষের ঢল নামে। তামিলনাড়ুর মুধুবারাপট্টি গ্রামে বুধবার এই ঘটনা ঘটে। আনন্দবাজার

জানা যায়, জাল্লিকাট্টুর একটি ষাঁড়ের মৃত্যু হয়। তার শেষযাত্রায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই অংশ নেন কয়েকশো গ্রামবাসী। এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যেমগুলোতে।

ভিডিওতে দেখা যায়, মৃত ষাঁড়টি গাড়িতে রয়েছে। তার উপর ফুল, মালা দেওয়া হয়েছে, ধূপ জ্বলছে। আর সামনে, পিছনে, চার পাশে শতশত মানুষ শোভাযাত্রা করে এগিয়ে চলেছেন তার শেষকৃত্য সম্পন্ন করতে। এসময় গ্রামবাসীর মধ্যে দূরত্ব রাখা তো দূরের কথা, বেশিরভাগ মুখে ছিলোনা মাস্ক।

এদিকে তামিলনাড়ুতে প্রায় সাড়ে বারোশো মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আনন্দবাজার


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply