যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৯৯২ সেনা সদস্য করোনায় আক্রান্ত

|

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে এ পর্যন্ত ৯৯২ সেনা সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এমন তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা অধিদফতর পেন্টাগন।

এছাড়াও পেন্টাগনের আরও প্রায় ৩ হাজার কর্মীর শরীরে কোভিড নাইন্টিন শনাক্ত হয়েছে। এ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে বলে জানায় সংস্থাটি। করোনা মোকাবেলায় নতুন নিয়োগপ্রাপ্তদেরও প্রাথমিক প্রশিক্ষণ স্থগিত করা হয়েচে। পরিবর্তন আনা হয়েছে বেশ কিছু মিশনেও। মার্কিন রণতরী থিওডর রুজভেল্টে করোনা আক্রান্ত নাবিক শনাক্তের পর সতর্ক হয় পেন্টাগন।

যুক্তরাষ্ট্র’র সেনাপ্রধান জেনারেল জেমস ম্যাকনভিল বলেন, সামরিক বাহিনীতে ভাইরাসটির বিস্তার ঠেকাতে সতর্ক আমরা। তাই মার্কিন সেনাবাহিনীর কার্যক্রমে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আক্রান্তদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply