অবশেষে কুবি শিক্ষকের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার

|

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ক্লাস নেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুল হক ভুইয়ার বাধ্যতামুলক ছুটি প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ছাত্রলীগের চাপের মুখে গত সপ্তাহে মাহবুবুল হক ভূঁইয়াকে এক মাসের ছুটিতে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

মাহবুবুল হক ভূঁইয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ওইদিন ক্লাস নেননি তিনি। কয়েকজন শিক্ষার্থী এসে পরীক্ষার জন্য কিছু দিক নির্দেশনা চাইলে তিনি তাদেরকে ক্লাসরুমে বসিয়ে কথা বলেন।

গতকাল রোববার মাহবুবুল হক ভূঁইয়া কর্তৃপক্ষের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তার আইনজীবীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে লিগ্যাল নোটিশ পাঠান মাহবুবুল হক।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply