একনজরে বিশ্বজুড়ে করোনার প্রকোপের সবশেষ তথ্য

|

একনজরে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপের সবশেষ তথ্য।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ৪৫ হাজারের বেশি; আক্রান্ত প্রায় ২২ লাখ। নতুনভাবে সংক্রমিত ৯৫ হাজার মানুষ; যা একদিনে সর্বোচ্চ। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ৭ হাজার মানুষের।

একদিনে প্রায় ২২শ’ মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট প্রাণহানি সাড়ে ৩৪ হাজার ৬শ’র বেশি। নতুনভাবে আরও প্রায় ৩০ হাজার আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। মোট আক্রান্ত পৌনে ৭ লাখের বেশি।

স্পেনে মৃতের সংখ্যা ১৯ হাজারের বেশি; আক্রান্ত ১ লাখ ৮৫ হাজার মানুষ। নতুন সংক্রমিত ৪ হাজার ৩শ’জন, একদিনে প্রাণ গেছে পাঁচ শতাধিক মানুষের।

ইতালিতে আরও ৫২৫ জনের প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ছাড়িয়েছে ২২ হাজার। আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার মানুষ। নতুনভাবে প্রায় চার হাজার শনাক্ত।

ফ্রান্সে মৃতের সংখ্যা ১৮ হাজার ছুঁইছুঁই, একদিনে আরও ৭ শতাধিক মৃত্যু। ১৭ হাজারের বেশি মানুষ নতুন করে সংক্রমিত। মোট আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার।

ব্রিটেনে নতুনভাবে মারা গেলেন ৮৬১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা প্রায় ১৩ হাজার ৮শ’। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। নতুনভাবে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply