যুদ্ধবিরতির মধ্যেই ইয়েমেনে ২০০ বার হামলা চালাল সৌদি

|

করোনা পরিস্থিতির মধ্যেই সৌদি নেতৃত্বাধীন আরব জোট গত সপ্তাহে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর এ পর্যন্ত ২০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। যদিও করোনার কারণে বিপর্যস্ত বিশ্বে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল সৌদি।

বৃহস্পতিবার ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলমানার।

জেনারেল ইয়াহিয়া বলেন, গত ৯ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর এ পর্যন্ত ইয়েমেনের বেশ কয়েকটি শহরে ৩২টি স্থল ও ২৩০টি বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমানগুলো দফায় দফায় উত্তরাঞ্চলীয় আল-যাওফ, মধ্যাঞ্চলীয় মারিব ও বাইদা প্রদেশ এবং দক্ষিণাঞ্চলীয় তায়িজপ্রদেশে এসব হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পরও সৌদি আরবের এসব হামলার জবাব দেবে ইয়েমেন।

তিনি বলেন, দেশকে রক্ষায় এ ব্যাপারে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেবে ইয়েমেনের সামরিক বাহিনী।

ইয়েমেনের জেনারেলের এমন হুশিয়ারির মধ্যেই বৃহস্পতিবার হুদাইদাপ্রদেশের একটি আবাসিক এলাকায় সৌদি জোটের বিমান থেকে হামলা চালায়। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

উল্লেখ্য, করোনার ভয়ে গত ৮ এপ্রিল ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও তার মিত্ররা একতরফা যুদ্ধবিরতি পালন করবে বলে ঘোষণা দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply