গফরগাঁওয়ে আরও তিন স্বাস্থ্য কর্মীর করোনা শনাক্ত

|

ময়মনসিংহের গফরগাঁওয়ে আরও তিন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে করোনা আক্রান্ত ৯ জনের মধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন ডাক্তার ও তিনজন উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসারসহ ৬ জন আক্রান্ত হয়েছেন।

গফরগাঁওয়ের দুই চিকিৎসককে ঢাকায় পাঠানো হয়েছে। এবং বাকী চারজনকে নগরীর এস কে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। করোনা আতঙ্কে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন রোগী শূন্য হয়ে পড়েছে।

সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানিয়েছেন, গফরগাঁওয়ে জরুরি স্বাস্থ্যসেবার জন্য হটলাইনে চিকিৎসা দেয়া হচ্ছে। এস কে হাসপাতালের আইসোলেশনে এখন ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে আছেন ৭৩ জন এবং হোমে কোয়ারিন্টাইনে আছে আরো ৬৭ জন। ছাড়পত্র নিয়েছেন এক হাজার ৬৭৯ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply