সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

|

সাভারের বিভিন্ন এলাকায় বকেয়া বোতনের দাবিতে ও ছাটাইয়ের প্রতিবাদে আজও অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার অন্তত ৭ টি কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

শ্রমিকদের অভিযোগ , এই মাসের প্রথমে বেতন দেয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা না দিয়ে টালবাহানা করতে থাকে। এছাড়াও বেতন না দিয়ে ফোন করে ও নোটিশ টাঙিয়ে অহেতুক শ্রমিক ছাটাই করছে।

এমন অভিযোগে জিরানী এলাকার ফ্রাউলিন ফ্যাশন, কুটুরিয়ার জেড এ এপারেলস ও টপ গ্রেড ওয়াসিং, নরসিংহপুর এলাকার আদিয়াত এপারেলস, খেজুরবাগান এলাকার ক্রিষ্টাল কম্পোজিট লিমিটেড, টেঙ্গুরি এলাকার গ্লোরিয়াস ড্রেস নামের কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

অন্যদিকে দুপুরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা -ডিইপিজেড এর সামনে কয়েকটি কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply