বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হলেন ডা. মঈন

|

সুনামগঞ্জ প্রতিনিধি:

মা-বাবার কবরের পাশেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম চিকিৎসক ডা. মইন উদ্দিনকে দাফন করা হয়েছে। বুধবার রাত সোয়া ৮টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে পারিবারিক করস্থানে তাকে দাফন করা হয়।

দাফনের আগে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। চিকিৎসকের চাচাতো ভাই ইসরাইল হক নামাজের জানাজা পড়ান। জানাজায় সুরক্ষা সামগ্রী পরে ৫ জন অংশ নেন।

উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, বুধবার দুপুরে ঢাকা কুর্মিটোলা হাসপাতাল থেকে আঞ্জুমানে মফিদুল ইসলামে সহায়তায় পরিবারের লোকজন চিকিৎসক মইন উদ্দিনের মরদেহ নিয়ে রওনা হন। সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রামের বাড়িতে এসে পৌঁছায় মরদেহ। পরে নামাজের জানাজা শেষে রাত সোয়া ৮টায় মা-বাবার পাশেই সমাহিত করা হয় তাকে। এসময় ছাতক থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply