মহামারির মধ্যেই দ. কোরিয়ায় সাধারণ নির্বাচন

|

করোনা ভাইরাস মহামারির মধ্যেই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। ভাইরাসের বিস্তার ঠেকাতে ভোটকেন্দ্রগুলোয় নেয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা। জীবাণুমুক্ত করে প্রস্তুত করা হয়েছে প্রায় ১৪ হাজার ভোটকেন্দ্র।

ভোটারদের নির্দিষ্ট দূরত্বে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষা করা হচ্ছে দেহের তাপমাত্রা। হাতে জীবানুনাশক লাগিয়ে গ্লাভস পরে দিতে হচ্ছে ভোট। পৃথক সময়ে পৃথক ভোটকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে আইসোলেশনে থাকা নাগরিকদের জন্য।

দেশটিতে রেকর্ড ২৭ শতাংশ ভোটার মেইলের মাধ্যমে দিয়েছেন আগাম ভোট। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে নির্বাচন পেছানোর নজির নেই। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির ৩শ’ আসনের জন্য লড়ছে ৩৫টি দলের প্রার্থীরা। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও প্রধান বিরোধী দল কনজারভেটিভদের মধ্যে। নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সাড়ে ৫ লাখ সেনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply