ডা. মঈনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক; ‘জাতি এ ত্যাগ মনে রাখবে’

|

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন ডা. মঈন উদ্দিনের পরিবারের দায়-দায়িত্ব সরকার নেবে। সরকার ঘোষিত বিমাসহ অন্যান্যা সুবিধা দ্রুতই তার পরিবার পাবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক শোকবার্তায় বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দিন- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘এই মহৎপ্রাণ চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। দেশ ও জাতি তাঁর এই ত্যাগ মনে রাখবে।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ৫ এপ্রিল ডাক্তার মঈনের করোনা পজেটিভ আসে। তখন থেকেই ওই চিকিৎসকের পরিবারসহ নগরীর হাউজিং এস্ট্রেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তীতে তার অবস্থায় অবনতি ঘটলে ৭ এপ্রিল তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় এখানেই বুধবার ভোরে তার মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply