একনজরে বিশ্বজুড়ে করোনার প্রকোপের সবশেষ তথ্য

|

একনজরে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপের সবশেষ তথ্য।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬শ’, আক্রান্ত প্রায় ২০ লাখ। নতুনভাবে সংক্রমিত ৭৪ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে প্রায় ৭ হাজার মানুষের।

২৪ ঘণ্টায় রেকর্ড ২৪শ’ মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি সাড়ে ২৬ হাজারের বেশি। নতুনভাবে ২৭ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন করোনাভাইরাসে। মোট আক্রান্ত ৬ লাখ ১৩ হাজারের বেশি।

স্পেনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ২৫৫; আক্রান্ত প্রায় পৌনে দু’লাখ। নতুন আক্রান্ত চার হাজার মানুষ, একদিনে প্রাণ গেছে ৪৯৯ জনের।

ইতালিতে আরও ৬০২ জনের প্রাণহানি, মৃতের বেড়-এ দাঁড়িয়েছে ২১ হাজার ৬৭-তে। আক্রান্ত ১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। নতুনভাবে প্রায় ৩ হাজার করোনাভাইরাস শনাক্ত।

ফ্রান্সে মৃতের সংখ্যা ১৫ হাজার ৭২৯; নতুনভাবে ৭৬২ জনের প্রাণহানি। আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাস শনাক্ত। মোট আক্রান্ত প্রায় ১ লাখ ৪৩ হাজারের বেশি।

ব্রিটেনে নতুনভাবে মারা গেলেন ৭৭৮ জন মানুষ। ।এ নিয়ে ১২ হাজারের বেশি প্রাণহানি। আক্রান্ত প্রায় ৯৪ হাজার মানুষ। নতুনভাবে প্রায় সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মধ্যে সংক্রমণ দেখা দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply