লকডাউন বাড়ানোর প্রতিবাদে ভারতের মুম্বাইতে শ্রমিকদের বিক্ষোভ

|

লকডাউনের মধ্যেই ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বিক্ষোভ করেছে কয়েক হাজার শ্রমিক। মঙ্গলবার দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষেও জড়ায় তারা।

৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ করছেন শহরে আটকেপড়া এসব শ্রমিক। গ্রামে ফিরতে, বিশেষ ট্রেন চালুর দাবি তাদের। মঙ্গলবার ভারতে লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও, মেয়াদ বাড়ানো হয় প্রায় তিন সপ্তাহ। এ সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন, মুম্বাইয়ের ভাসমান শ্রমিক ও মজুররা। বান্দ্রা রেলস্টেশনের কাছে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। শ্রমিকদের দাবি, কর্মহীন হয়ে পড়ায় বাড়িতে ফিরতে চেয়েছিলেন তারা।

উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাজের সন্ধানে মুম্বাই যান লাখো মানুষ। করোনা সতর্কতার লকডাউনে বিপাকে তারা। ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ১১ হাজার মানুষ, মারা গেছেন প্রায় ৪শ’ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply