লক্ষ্মীপুরে লকডাউন মানছে না মানুষ, আক্রান্ত ২

|

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে করোনা শনাক্ত হয়েছে দুইজন। এরপরই প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের ২য় দিন চলছে আজ। এছাড়া জেলার বিভিন্নস্থানে মানা হচ্ছে না সামাজিক দুরুত্ব।

সচেতন মহল মনে করছেন এতে করে ঝুঁকি বাড়ছে। কেউ বলছেন পেটের দায়ে গাড়ী নিয়ে বের হয়েছেন তারা, আবার কেউ বলছেন মাস্ক বাসায় রেখে এসেছেন, আবার কেউবা বলছেন জরুরী প্রয়োজনে বের হয়েছি। কেউ কেউ আবার পুরোপুরি লকডাউন মানছে না।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যদের সচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করতে দেখা গেছে। শহরে এর কিছুটা প্রভাব পড়লেও গ্রামে ভিন্ন চিত্র দেখা গেছে।

প্রসঙ্গত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে ১৩ এপ্রিল সকাল ৬টা থেকে লকডাউন কার্যকরের কথা বলা হয়েছে। অন্য জেলা থেকে যারা আসছেন তারাই করোনা ছড়াচ্ছেন বলে ধারনা করা হচ্ছে। ইতিমধ্যে দুইজন করোনা আক্রান্ত হয়েছে। দুইশতাধিক লোকের নমুনা সংগ্রহ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply