রাজধানীতে বন্ধুকযুদ্ধে নিহত ১

|

রাজধানীতে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আলী হোসেন টিটু নামে একজন নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরের বিল্লাল ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মাতে যে ডাকাতি হয়েছে সেই ডাকাতির ‘মূল হোতা’ এই টিটু।

সোমবার মধ্যরাতে মোহাম্মদপুর বসিলার তিন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মৃত্যু হয় তার। পুলিশ জানায়, টিটুর গ্রামের বাড়ি সিলেট। ঢাকায় থাকতো ডেমরা এলাকায়।

এর আগে, গত রোববার দুটি ফার্মেসিতে ডাকাতির সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে টিটুর তথ্য পাওয়া যায়। গ্রেফতার করতে গেলে বন্দুকযুদ্ধে টিটুর মৃত্যু হয় বলে দাবি করেছে পুলিশ। ডাকাত দলের অন্য সদস্যরা হলো- সোহেল, সোহরাব, নেওয়াজ, শাহীন ও রাজু। অন্য সদস্যদের গ্রেফতারেও চলছে অভিযান।

করোনায় স্থবির রাজধানীতে গত ১ এপ্রিল রাত একটার দিকে কলেজ গেটে বিল্লাল ফার্মা ও ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির ঘটনা ঘটে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply