হাসপাতালে লক্ষ লক্ষ লোকের চিকিৎসা দিতে পারে না, ঘরে থাকুন: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপনারা জানেন, এর মধ্যেই কমিউনিটি সংক্রমণ হয়ে গেছে। বাইরে ঘোরাফেরা করলেই সংক্রমণ হবে। সেটা যাতে না বাড়ে, আমাদের খেয়াল করতে হবে। আমরা আমাদের হাসপাতাল মজবুত করছি। কিন্তু আমাদের বুঝতে হবে, হাসপাতালে লক্ষ লক্ষ লোকের চিকিৎসা কোন দেশই দিতে পারে না। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে, কোভিড মোকাবেলার মূল অস্ত্র, ঘরে থাকা, সেটা করতে হবে।

আজ সোমবার দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

এদিকে দেশে নতুন করে আরও ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৩৯ জন। মোট আক্রান্ত ৮০৩। নমুনা পরীক্ষা হয়েছে ১৫৭০ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply