বেতনের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

|

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশ’ গার্মেন্টস শ্রমিক। সকাল সাড়ে দশটা থেকে প্রায় দুই ঘণ্টা সড়কে অবস্থান করেন তারা।

শ্রমিকদের অভিযোগ, বেতন পরিশোধ না করে মার্চের ২৫ তারিখ গার্মেন্টস বন্ধ ঘোষণা করা হয়। মালিকপক্ষ বলেছিলো, এপ্রিলের ৫ তারিখ গার্মেন্টস খুলে বেতন পরিশোধ করা হবে। কিন্তু, ইয়াকুব ফ্যাশন ও টেক্সটাইল লিমিটেড নামের দুটি গার্মেন্টস বারবার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ করেনি। উল্টো বহিরাগতদের দিয়ে নির্যাতন করা হচ্ছে, বলে অভিযোগ শ্রমিকদের।

এর প্রতিবাদে, সকালে, শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে উত্তরখান থেকে উত্তরা আজমপুর প্রধান সড়কে এসে জড়ো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply