বরগুনায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল মাঠে বাজার

|

বরগুনা প্রতিনিধিঃ
নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার জন্য বরগুনায় প্রাণকেন্দ্র মাছ বাজার ও সবজি বাজারে প্রতিদিন মানুষের উপচে পড়া ভিড় থাকায় প্রশাসনের উদ্যোগে বাজারটি বরগুনা জিলায় স্কুলের খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে । আজ প্রথম দিন সেখানেও দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। প্রত্যেকটা দোকান কমপক্ষে ১০ ফুট দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে। প্রতিদিন এই দোকানগুলো সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বেচা কিনা করতে পারবেন বলবে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।

বরগুনায় ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তির বাড়িতে থাকা ৩৫ জন স্বজনদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আক্রান্ত অপর দুইজন বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি রয়েছে। এর মধ্যে একজন তাবলীগ জামায়াত থেকে ফিরেছেন। অপরজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তাদের দুজনের বাড়িই বরগুনা সদর উপজেলায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply