সদরঘাট- এত নিশ্চুপ ছিল কোনোকালে?

|

করোনায় বিরাম

মহামারি করোনাভাইরাস বদলে দিয়েছে জনজীবনের চিত্র। রাজধানীর কর্মব্যস্ততা-কোলাহল যেন মুহূর্তেই উবে গেছে। এই ক’দিন আগেও যে সদরঘাট ছিল লোকে লোকারণ্য আজ সেখানে গেলে বিভ্রম সৃষ্টি হয়। এই কী সেই সদরঘাট! করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার নৌপথে ঢাকা থেকে চাঁদপুর গিয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম। যাত্রাপথে তুলেছেন ছবি। উঠে এসেছে গল্প। হঠাৎই ঝিমিয়ে পড়া এক জনপদের গল্প। যমুনা অনলাইনের পাঠকদের জন্য সেগুলো তুলে ধরা হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply