করোনা থেকে নিজেকে সুরক্ষায় গাছে বসবাস

|

নিজেকে যে সুরক্ষিত রাখতেই গাছে বসবাস শুরু করেছেন উত্তরপ্রদেশের হাপুরের আশৌরার বাসিন্দা মুকুল ত্যাগী। তাই একটি গাছবাড়ি তৈরি করে ফেললেন অবশেষে। করোনা থেকে বাঁচতে তার এই অভিনব সিদ্ধান্ত অনেকের হাসির উদ্রেকও করেছে বটে।

গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানা যায়, মুকুল বেশ কিছু কাঠ, গাছের ডাল জোগাড় করেন। ভাল করে গাছের ভিতরে তা দিয়ে বানিয়ে ফেলেন বাসস্থানের জায়গা। গাছ থেকে একটি দোলনাও টাঙিয়েছেন তিনি। মাঝে মধ্যে ওই দোলনাতেও দুলছেন। সঙ্গে নিয়েছেন বেশ কয়েকটি বইপত্র।

লকডাউনের বিস্তর ফাঁকা সময়ে বই তার একমাত্র মন ভাল করার সঙ্গী। পরিজনেরা গাছের কাছে এসে খাবার দিয়ে যাচ্ছেন তাকে। দিব্যি সেই খাবার খেয়েই দিন কাটছে তার।

জানা যায়, মুকুল এই লকডাউনের সময়ে গাছবাড়ির জীবন বেশ উপভোগ করছেন। তিনি বলেন, ‘আমাদের ভালোর জন্য সকলে সামাজিক দূরত্ব তৈরির কথা বলছেন। কিন্তু অনেকে সে কথা শুনছে না। তবে আমি এই সময়ে সামাজিক দূরত্ব স্থাপনের পক্ষে। তাই গাছেই বসবাস শুরু করি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply