বগুড়ার শিবগঞ্জে ১০২ বস্তা চালসহ আটক ১

|

বগুড়া প্রতিনিধি:

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজির চাল কালোবাজারে কেনার অভিযোগে একজনকে আটক করেছে শিবগঞ্জ পুলিশ। শনিবার বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া এলাকা থেকে ১০২ বস্তা চালসহ আটক করা হয় মোস্তাফিজার রহমান নামের ওই ব্যক্তিকে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মোস্তাফিজার রহমান নামে এক ব্যক্তি ডিলারের কাছ থেকে কালোবাজারে সরকারি চাল সংগ্রহ করে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিজের বাড়িতে মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে ১০ টাকা কেজি দরের ১০২ বস্তা সরকারি চাল জব্দ করে পুলিশ।

আটক মোস্তাফিজার জানিয়েছেন, তার চাচাতো ভাই সাইফুল ইসলাম সাজু ডিলারের কাছ থেকে চালগুলো কিনে নিয়ে তার বাড়িতে রেখেছে।

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ জানান, সাজুকে আটক করার চেষ্টা করছে পুলিশ। তাকে আটক করলে সংশ্লিষ্ট ডিলারকে আটক করাও সম্ভব হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply