ইংরেজি শিক্ষায় ইরানের নিষেধাজ্ঞা!

|

প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচি থেকে ইংরেজি শিক্ষা প্রত্যাহার করেছে ইরান। পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে ইরানি শিশুদের মুক্ত করতে এই সিদ্ধান্ত  নেওয়া হয়েছে বলে জানান দেশটির উচ্চতর শিক্ষা কাউন্সিলের প্রধান মেহেদী নাভিদ-আদম।
ইরানের জাতীয় টেলিভিশনে নাভিদ আদম বলেন, সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষায় ইংরেজির অন্তর্ভুক্তি ইসলামিক প্রজাতন্ত্রের চেতনা বিরোধী।
যদিও দেশটিতে সরকারিভাবে উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে পাঠ্যসূচিতে ইংরেজিতে পাঠদান  ছিল। তবে কিছু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের পাঠ্যসূচিতে ইংরেজিতে পাঠদান করায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ২০১৬ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ্ খামেনি প্রাথমিক পর্যায়ে ইংরেজি শিক্ষাকে ইরানের সংস্কৃতির ওপর অত্যাচার বলে অভিহিত করেন।

যমুনা অনলাইন: এএস/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply