সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীতে চলছে তল্লাশি অভিযান

|

করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে আজও তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে ঢাকায় আসা যাওয়া বন্ধে আজও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

জরুরি কারণ ছাড়া কাউকে রাজধানীতে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। এছাড়া অযথা যারা বাসা থেকে বের হচ্ছেন সেটি নিয়ন্ত্রণেও সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে জেরার মুখে ফেলা হচ্ছে। যারা কোনো কারণ ছাড়া বাইরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া মানুষদের মাঝে সচেতনতা তৈরি করতে আজও মাঠে আছে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা। সাধারণ মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছেন তারা। যদিও বরাবরের মতো নানা অযৌক্তিক অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন নগরবাসী।

এদিকে, করোনার সংক্রমণ দেখা দেওয়ায় রাজধানীর অর্ধশতাধিক এলাকা লকডাউন করা হয়েছে। সে সব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকলেও অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে বের হচ্ছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply