গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে শিশুর মুত্যু: নমুনা সংগ্রহ

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত এক শিশুর মুত্যু হয়েছে। শুক্রবার ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুজরুজ দক্ষিণ মিয়াপাড়ায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ মেডিকেল টিম মৃতের স্বাস্থ্য পরীক্ষায় নমুনা সংগ্রহ করেছে।

বিষয়টি নিশ্চিত করে রাখাল বুজরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদত হোসেন জানান, শিশুটি দীর্ঘদিন ধরে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে ভুগছিল। তার মা-বাবা ঢাকায় থাকলেও শিশুটি বাড়িতেই ছিল।

গত ৫ এপ্রিল কাজ কর্ম না থাকায় বাবা-মা ঢাকা থেকে বাড়িতে ফিরে আসে। সর্দি-শ্বাসকষ্টে ভোগার পর শুক্রবার ভোরে রাতে মারা যায় রিমা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জানান, শিশুর মৃত্যুর খবর পেয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply