ভাষা কন্যা ও প্রথম নারী জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ আর নেই

|

ভাষা কন্যা ও বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষক ড. সুফিয়া আহমেদ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রাত ৮:৫০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সুফিয়া আহমেদ ১৯৩২ সালের ২০ নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির এবং বর্তমান ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক নির্বাচিত হন তিনি। ভাষা আন্দোলনে অবদানের জন্য তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গকারী এবং সান্ধ্য আইনের বিরুদ্ধে মিছিলকারী নারীদের একজন ছিলেন তিনি।

তার পিতা মুহম্মদ ইবরাহিম ছিলেন বিচারপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাতা লুৎফুন্নেসা ইবরাহিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply