ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা সৌদি আরবের

|

ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও তার মিত্ররা যুদ্ধবিরতি পালন করবে বলে ঘোষণা দিয়েছে। বুধবারের এই ঘোষণা বৃহস্পতিবার দুপুর থেকে কার্যকর করা হবে। এতে গত পাঁচ বছর ধরে চলা রক্তক্ষয়ী এই যুদ্ধের অবসানের পথ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের খবরে এমন তথ্য মিলেছে।

জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু করতে ও ইয়েমেনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্ক থেকেই এই সিদ্ধান্ত বলে দাবি করেন সৌদি কর্মকর্তারা।

আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনের স্বাস্থ্যব্যবস্থাও খুব নাজুক। গত কয়েক বছরের যুদ্ধে তা প্রায় ধ্বংস হয়ে গেছে।

যাই হোক, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে পড়া কোনো দেশ করোনাভাইরাসের কারণে প্রথমবারের মতো বৈরিতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিল।

বৈশ্বিক মহামারী এই ভাইরাসটির কারণে বিশ্বের সর্বত্র আতঙ্ক বিস্তার করছে। সপ্তাহ দুয়েক আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বিশ্বজুড়ে মানবিক অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিলেন।

অন্তত দুই সপ্তাহ এই অস্ত্রবিরতি স্থায়ী হবে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার ও সৌদি মিত্ররাও এর অংশ হবে বলে কর্মকর্তারা জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply