আজ শবে বরাত, ঘরে বসে ইবাদত করার আহ্বান

|

আজ রাতে পবিত্র শবে বরাত। ক্ষমা প্রার্থনা ও গুনাহ মাপের রাত। মহামারি করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই, শবে বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

তাফসিরকারীরা বলছেন, এই রাতের ইবাদাত ফজিলতপূর্ণ। এ রাতে নফল ইবাদাতেই ব্যস্ত থাকেন ধর্মপ্রাণ মুসল্লীরা। নফল ইবাদাত ঘরে বসেই করতে হয়। করোনা ভাইরাসের বিশেষ পরিস্থিতিতে বেশি বেশি আমল করতে পরামর্শ ইমামদের।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে নয় ঘরেই ইবাদত করতে হবে। কবরস্থানে না গিয়ে, স্বজনদের দোয়া করতে বলা হয়েছে। খতিবরা বলছেন, নফল ইবাদাত ঘরে বসে করার পক্ষেই হাদিসে তাগিদ রয়েছে।

সূর্যাস্তের পর থেকে এই রাতের ইবাদাতের ফজিলত শুরু হয়। যা ভোর পর্যন্ত থাকে। মৃত স্বজনদের কবরে না গিয়েও দোয়া করা যায়।

হাদিসে বলা হচ্ছে, মহানবী স. প্রতি আরবি মাসের মাঝামাঝি রোজা রাখতেন। সেক্ষেত্রে শবে বরাতে রোজা রাখাও উত্তম কাজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply