পুলিশের আলোচিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে ও নির্যাতনের অভিযোগ তদন্তে কমিটি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। আজ সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। আমরা বিষয়টি মাত্রই জেনেছি। এ ব্যাপারে আইজিপি আমার সাথে পরামর্শ করবেন। ঘটনা তদন্ত করে দেখা হবে।
ডিআইজি মিজান আইন লঙ্ঘন করেছেন প্রতীয়মান হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে মরিয়ম আক্তার ইকো নামে এক নারী অভিযোগ করেছেন, তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে বিয়ে করেছেন মিজান। এরপর তাদের বিয়ের খবর জানিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করায় তার বিরুদ্ধে মামলা করেছেন আগে আরেক বিয়ে করা এই পুলিশ কর্মকর্তা। শুধু তা-ই নয়, বাড়াবাড়ি করলে ইকোকে হত্যার হুমকিও দিয়েছেনতিনি।
ডিআইজি মিজানের অপকর্মের খবর গতকাল সোমবার প্রকাশ করে যমুনা টেলিভিশন। এ সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন।
ডিআইজির বিরুদ্ধে যত অভিযোগ এই নারীর
ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগ-ফিল্মি কায়দা উঠিয়ে নেয়া এবং পরে নির্যাতনের বর্ণনা দিলেন এই নারী…আরও দেখনু এই লিংকে: https://jamuna.tv/news/13296ভিডিও : goo.gl/zxx8Lt
Posted by Jamuna Television on Sunday, January 7, 2018
অস্ত্রের মুখে উঠিয়ে নিয়ে বিয়ে করলেন ডিআইজি
স্ত্রী-সন্তান থাকার পরও অস্ত্রের মুখে তরুণীকে উঠিয়ে নিয়ে বিয়ে করেন পুলিশের ডিআইজি।চার মাস বাসায় আটকে রেখে মারধর-নির্যাতনের পর বিয়ের খবর প্রকাশ করায় হত্যার হুমকি।ভু্ক্তভোগী নারীর অভিযোগের বিস্তারিত দেখতে ক্লিক করুন এই লিংকে: https://jamuna.tv/news/13296ইউটিউবে দেখতে ক্লিক করুন : goo.gl/zxx8Lt
Posted by Jamuna Television on Saturday, January 6, 2018
Leave a reply