চিকিৎসক করোনা আক্রান্ত, সব কার্যক্রম বন্ধ করে হাসপাতাল লকডাউন

|

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের শরীরে করোনা শনাক্ত হওয়ায় তাকে রাখা হয়েছে আইসোলেশনে। পাশাপাশি তার এক সহকর্মীকেও আইসোলেশনে রাখা হয়েছে। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে করা হয়েছে লকডাউন। স্বাস্থ কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স, আয়া, রোগীসহ বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওই চিকিৎসক ছুটি শেষে গত ৩ এপ্রিল ঢাকা থেকে কর্মস্থল কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দায়িত্ব পালন করেন। এর মধ্যে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় ৫ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৭ এপ্রিল পাওয়া রিপোর্টে তার শরীরে করোনা শনাক্ত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply